সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন কারাগারে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ২:১৬ অপরাহ্ণ
সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন কারাগারে।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার হওয়া সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এর আগে, মোহাম্মদপুর থানায় দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ইমরান হোসেনকে আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায় পুলিশ, এবং জামিনের আবেদন করেন আসামিপক্ষ। আদালত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৩৩ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে গতকাল ইমরান হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় বলা হয়েছে, তার প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রো চোরাচালান এবং জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে গরু আমদানি এবং বিক্রি করেছে, পাশাপাশি দেশীয় গরু-ছাগলকে বিদেশি হিসেবে প্রচার করে তা উচ্চমূল্যে বিক্রি করেছে।