সায়মা ওয়াজেদের ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ২:২১ অপরাহ্ণ
সায়মা ওয়াজেদের ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন অনুযায়ী, ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন মঙ্গলবার এ আদেশ দেন। দুদকের তথ্য মতে, ২০২৩ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এই হিসাবগুলোতে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা জমা ছিল। সূচনা ফাউন্ডেশন ধানমন্ডির পুরোনো ৩২ নম্বর রোডের ৮ নম্বর বাড়িতে অবস্থিত, যা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ভবন। দুদক আদালতে জানিয়েছে, সায়মা ওয়াজেদ তার মায়ের ক্ষমতার অপব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং সরকারের প্রকল্পের অর্থ আত্মসাৎ করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন, যা তদন্তাধীন। এর আগে, গত বছরের ২৪ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয়।