কর ব্যবস্থার সংস্করণে অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন।

দেশে রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি করদাতাদের উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য কর ব্যবস্থায় সংস্কার প্রয়োজন। তবে এই সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশীজনদের মতামত নিয়ে বাস্তবতার ভিত্তিতে তা প্রণয়ন করা উচিত। যদি সংস্কারগুলো অন্তর্ভুক্তিমূলক না হয়, তবে তা টেকসই হবে না। সম্প্রতি, সরকারের বিভিন্ন পণ্য ও সেবায় কর বৃদ্ধির ফলে বিভিন্ন শিল্প ও সেবা খাতে সমস্যা সৃষ্টি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। এই পরিস্থিতি রাজস্ব আদায় কমে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে।
এ বিষয়টি নিয়ে বুধবার ঢাকা শহরের একটি হোটেলে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, বিভিন্ন খাতে কর বৃদ্ধির ফলে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বক্তারা রাজস্ব আদায় বাড়ানোর জন্য অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন এবং অংশীজনদের মতামত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, সরকার এমন একটি কর ব্যবস্থা নিশ্চিত করতে চায় যা অর্থনৈতিক প্রবৃদ্ধি সমর্থন করবে এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখবে। তিনি বলেন, করনীতিতে পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন প্রয়োজন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশীজনদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া বিভিন্ন শিল্প নেতৃবৃন্দ কর নীতির স্থিতিশীলতা ও ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য এনবিআরের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। বক্তারা মনে করেন, আলোচনা বা মতামত ছাড়া নীতির পরিবর্তন আর্থিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।
আপনার মতামত লিখুন