ড. মুহাম্মদ ইউনূস: শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৪:১১ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
বুধবার (৫ মার্চ) স্কাই নিউজে প্রচারিত সাক্ষাৎকারটি দেশের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সাক্ষাৎকারে ড. ইউনূস উল্লেখ করেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে রয়েছে এবং তার সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, তাকে ফেরত দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং এখন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের জবাবের অপেক্ষা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন