ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:১৭ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (USGS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের কাছাকাছি ইয়ারিপক এলাকায়। ইয়ারিপক থেকে প্রায় ৪৪ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল, যা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থিত। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪৪৯ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে এটি ছিল দেশের চতুর্থ ভূমিকম্প, যা গত ১০ দিনের মধ্যে বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।
আপনার মতামত লিখুন