ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী শাহবাগ থেকে ক্যাম্পাসে আসার পথে হেনস্তার শিকার হন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় আজ বুধবার সন্ধ্যায় শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শিক্ষার্থী প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন, পরে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, অভিযুক্ত ব্যক্তি ছাত্রীর পোশাক নিয়ে রাস্তায় হেনস্তা করেন। শিক্ষার্থী সামাজিক মাধ্যমে ঘটনাটি শেয়ার করে এবং পরে প্রক্টর অফিসে অভিযোগ করেন। বিকেলে অন্য শিক্ষার্থীরা অভিযুক্তকে শনাক্ত করে প্রক্টর অফিসে নিয়ে আসে, যেখানে সে তার অপরাধ স্বীকার করে। এরপর তাকে শাহবাগ থানায় পাঠানো হয় এবং গ্রন্থাগারকে বিষয়টি জানানো হয়।

শিক্ষার্থী সামাজিক মাধ্যমে ঘটনার বিবরণ দিয়ে পোস্ট করেন, যেখানে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি তাকে রাস্তায় দাঁড়িয়ে তার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ হিসেবে পরিচয় দেননি।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানিয়েছেন, অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তা করেছেন, এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।