নির্বাচনী পরিকল্পনা আসছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ
নির্বাচনী পরিকল্পনা আসছে।

জাতীয় ঐকমত্য কমিশন, সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ৫৪টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাতে যাচ্ছে, যা আজ বা আগামীকাল পৌঁছাবে। দলগুলোকে এসব সুপারিশের ওপর মতামত দিতে এক সপ্তাহ সময় দেওয়া হবে। কমিশন জানাচ্ছে, মতামত পাওয়ার পর ৫৪টি দলের সঙ্গে আলাদা আলাদা সংলাপ শুরু হবে, এবং সেগুলোর মাধ্যমে নির্বাচনী রূপরেখা নির্ধারণ করা হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তারা শুধু সেই সুপারিশগুলো পাঠাচ্ছেন যা রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য গুরুত্বপূর্ণ এবং যেগুলোর বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন। সুপারিশগুলোর মধ্যে থাকবে সংসদে উচ্চকক্ষ থাকা, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করা, এবং ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে দেওয়া ইত্যাদি বিষয়।

তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে দলগুলোর মতামত পাওয়ার পর তাদের সঙ্গে আলাদা সংলাপ অনুষ্ঠিত হবে, এবং ঐকমত্য হওয়ার পর একটি জাতীয় সনদ তৈরি করা হবে, যা রাজনৈতিক দল, সরকার ও অন্যান্য অংশীজনদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি হবে। নির্বাচনের দিনক্ষণ নির্ধারণেরও সুযোগ সৃষ্টি হবে।