বিএনপি নেতা মাসুদ তালুকদারের সকল পদ স্থগিত।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পদ স্থগিত করা হয়েছে। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এর কারণ নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। একটি সূত্র জানিয়েছে, মাসুদ আহমেদ তালুকদার সম্প্রতি সাদিক অ্যাগ্রো চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন শুনানিতে অংশ নেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হয়েছে। এর আগে, তিনি আওয়ামী লীগের বিভিন্ন নেতার পক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
আপনার মতামত লিখুন