বিশ্বব্যাপী শারীরিক স্থূলতা মহামারির মতো ছড়িয়ে পড়ছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:২৮ পূর্বাহ্ণ
বিশ্বব্যাপী শারীরিক স্থূলতা মহামারির মতো ছড়িয়ে পড়ছে

বিশ্বে দেশে দেশে শারীরিক স্থূলতার প্রকোপ দ্রুত বাড়ছে। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ২০৫০ সালের মধ্যে ৩৮০ কোটি প্রাপ্তবয়স্ক এবং ৭৪ কোটি ৬০ লাখ শিশু স্থূলতায় আক্রান্ত হবে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশের সমান হবে।

এই তথ্যটি সম্প্রতি বিশ্ব-renowned চিকিৎসা ও বিজ্ঞান সাময়িকী ল্যানসেটে প্রকাশিত একটি প্রবন্ধ থেকে এসেছে। প্রবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন বিভাগের অধ্যাপক ইমানুয়েলা গ্যাকিদৌ। গবেষণার জন্য তিনি বিশ্বের ২০৪টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের জীবনযাপন, খাদ্যাভ্যাসসহ বিভিন্ন তথ্য সংগ্রহ, যাচাই এবং বিশ্লেষণ করেছেন।

গবেষণায় দেখা গেছে, গত তিন দশকে বিশ্বে শারীরিকভাবে স্থূল লোকজনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২১ সালে পৃথিবীতে ৫ থেকে ২৪ বছর বয়সের মধ্যে ৪৯ কোটি ৩০ লাখ স্থূলতাযুক্ত ব্যক্তি এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে ২১০ কোটি স্থূলতার শিকার ছিলেন।

এছাড়া, উন্নত বিশ্বের তুলনায় স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে স্থূলতার হার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে গত তিন দশকে স্থূল লোকজনের হার ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলের ৮টি দেশে ৫২ কোটি ২০ লাখ প্রাপ্তবয়স্ক এবং ২০ কোটি শিশু শারীরিক স্থূলতায় ভুগছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের প্রেসিডেন্ট সিমন বারকুয়েরা জানিয়েছেন, আগামী ২০৩৫ সালের মধ্যে এসব নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ৭৯ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ৮৮ শতাংশ শিশু স্থূলতায় আক্রান্ত হবে।

প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, খাবারে অতিরিক্ত শর্করার উপস্থিতি, শারীরিক পরিশ্রমের অভাব এবং খেলাধুলায় অল্প সময় ব্যয় করাও উল্লেখ করা হয়েছে। স্থূলতার ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, ব্রেইন স্ট্রোকসহ বিভিন্ন গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।