বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:১৫ পূর্বাহ্ণ
বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেপ্তার

হাজী মোহাম্মদ সেলিমের ছেলে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে বৈষম্য বিরোধী আন্দোলনে লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল ১০টা ৬ মিনিটে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে তোলা হয়।

এ মামলায় সোলাইমান সেলিমসহ সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম এবং অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানির সময় তাদের কাঠগড়ায় রাখা হয় এবং পুলিশের নিরাপত্তা বেষ্টনী গঠন করা হয়।

আদালতে উপস্থিত আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় সোলাইমান সেলিম তার কারাগারের জীবনযাত্রা সম্পর্কে বলেন, তিনি রোজা রাখছেন, বই পড়ছেন এবং পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন। তিনি জানান, কারাগারে সেহরি ও ইফতারের খাবার সাধারণ মানের দেওয়া হয় এবং বন্দিদের শারীরিক অবস্থা ভালো নয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন যে, কিছু গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করছে এবং তার মামলার ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। এ সময় পুলিশ তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে নিষেধ করলে তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “জবাই তো দিবেন, একটু সময় দেন।”

সোলাইমান সেলিম আরও বলেন, যে কোনো সময় তার ফাঁসির আদেশ হতে পারে, এবং বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার প্রসঙ্গ উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন যে, পরিস্থিতি বুঝতে আর কিছু বাকি নেই। শুনানি শেষে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি তার বাবার শারীরিক অবস্থার খোঁজ নেন।

হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক তার “ফাঁসির আদেশ” সংক্রান্ত মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “তড়িঘড়ি করে বিচার হয় না।” এরপর তাকে হাজতখানায় স্থানান্তর করা হয়।