রাজধানীতে প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
রাজধানীতে প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল।

প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধের দাবিতে কয়েকজন নারী বুধবার রাতে মোহাম্মদপুর বাসীর উদ্যোগে লালমাটিয়ায় একটি মশাল মিছিল আয়োজন করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘ধুমপান নিষিদ্ধ কর, করতে হবে’ এমন স্লোগান দেন। পরে স্থানীয় বাসিন্দারা মিছিলে যোগ দেন। তারা জানান, সম্প্রতি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে এবং ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। লালমাটিয়া এলাকায় মাদক সেবনের সমস্যা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে, যা শিশুদেরও প্রভাবিত করছে। মিছিলে অংশ নেওয়া নারীরা বলেন, প্রকাশ্যে ধুমপান শিশুদেরসহ অধুমপায়ীদের জন্য ক্ষতিকর। তারা সরকারের কাছে ধুমপান ও মাদক নিষিদ্ধ করার দাবি জানান।