লুটের অস্ত্র অপরাধের বৃদ্ধি ঘটাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
লুটের অস্ত্র অপরাধের বৃদ্ধি ঘটাচ্ছে।

জুলাই মাসের বিপ্লবের পর, দেশের প্রায় ৪৬০টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ঘটে। এর মধ্যে ১১৪টি ফাঁড়িতে দুর্বৃত্তরা লুটপাট চালায় এবং সরকারের গুরুত্বপূর্ণ নথিপত্রের সঙ্গে অস্ত্রও লুট হয়। এসব লুট হওয়া অস্ত্র কিছু মানুষ নিজের কাছে রেখেছে, আবার অনেকেই সেগুলো বিক্রি করেছে। কিছু অস্ত্র চরমপন্থি, উগ্রপন্থি, দাগি আসামি, সন্ত্রাসী এবং জেল পালানো আসামিদের হাতে পৌঁছেছে।

পুলিশের কর্মকর্তাদের মতে, এসব অস্ত্রের একটি বড় অংশ বর্তমানে কিশোর গ্যাংয়ের হাতে। যারা এসব অস্ত্র নিজেদের কাছে রাখার জন্য গ্রেপ্তার হয়েছে, তাদের বেশিরভাগের বয়স ১৬-৩০ বছরের মধ্যে। ভবিষ্যতে এসব অস্ত্রের মাধ্যমে বড় ধরনের অস্থিরতা, ডাকাতি ও খুন হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যারা জেল থেকে পালিয়েছে, তারা আবার অপরাধে জড়াচ্ছে এবং অনেকেই লুট হওয়া এসব অস্ত্র কিনছে। তাই, সাধারণ মানুষের নিরাপত্তা এখন বড় ঝুঁকির মধ্যে রয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে মোট ৫,৭৫০টি অস্ত্র লুট হয়, যার মধ্যে ৪,৩৫১টি অস্ত্র উদ্ধার হয়েছে। গোলাবারুদও লুট হয়েছে ৬,৫১,৬০৯টি, যার মধ্যে ৩,৮৯,৪৩৯টি উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার হয়নি ১,৩৯৯টি অস্ত্র এবং ২,৬২,১৭০টি গোলাবারুদ। এসব অস্ত্রের মধ্যে এসএমজি, এলএমজি, রাইফেল, পিস্তল, শটগান এবং গ্যাসগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে।

পুলিশ জানায়, লুট হওয়া অস্ত্র দিয়ে অক্টোবর-নভেম্বরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি ও হত্যাকাণ্ড ঘটানো হয়। এর মধ্যে একটি গুলিবিদ্ধ লাশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার করা হয়, যা পুলিশ লুট হওয়া অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল।

র‌্যাবের তথ্যে জানা যায়, ডিসেম্বর পর্যন্ত ৪৮৪টি অস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে পুলিশ ও র‌্যাবের লুট হওয়া অস্ত্রের বেশ কিছু অংশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৬৬টি অবৈধ অস্ত্রও উদ্ধার হয়েছে। এসব অস্ত্র নিয়ে বিভিন্ন অপরাধী কর্মকাণ্ড চলছে এবং অনেক আসামি এখনও পলাতক রয়েছেন।

অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, লুট হওয়া অস্ত্র যদি উদ্ধার না হয়, তাহলে নিরাপত্তা ঝুঁকি থেকে যাবে। তিনি বলেন, যতগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে, তাও আশানুরূপ নয় এবং এসব অস্ত্র অপরাধীদের কাছে যাওয়ার ফলে ভবিষ্যতে বড় ধরনের অস্থিরতা হতে পারে।