সিলেটের এমসি কলেজের টিলায় আকস্মিকভাবে আগুন লেগেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
সিলেটের এমসি কলেজের টিলায় আকস্মিকভাবে আগুন লেগেছে।

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসের কাছে অবস্থিত টিলায় বুধবার সন্ধ্যায় ইফতারকালে আকস্মিকভাবে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে আগুনের কারণ এখনও জানা যায়নি। এই অগ্নিকাণ্ডে টিলার ঘাস পুড়ে গেছে। একাধিক প্রত্যক্ষদর্শী ধারণা করছেন, কেউ বিড়ি বা সিগারেট খেয়ে তা টিলায় ফেলে দেওয়ার কারণে আগুন লেগে থাকতে পারে। আগুনের কারণে টিলার বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় আধা কিলোমিটার এলাকার ঘাস ও গুল্ম পুড়ে গেছে।