সুনামগঞ্জে দুটি জলমহালে আবারও মাছ চুরি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
সুনামগঞ্জে দুটি জলমহালে আবারও মাছ চুরি হয়েছে।

সুনামগঞ্জে আরও দুটি জলমহালে মাছ চুরির ঘটনা ঘটেছে, যেখানে হাজার হাজার মানুষ মাছ ধরতে নামেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝানোর চেষ্টা করলেও সফল হয়নি। এর আগে, গত পাঁচ দিনে দিরাই ও শাল্লা উপজেলায় আরও ছয়টি জলমহালে মাছ চুরির ঘটনা ঘটে।

মঙ্গলবার, দিরাই উপজেলার বেতইর জলমহালের কুচুয়া ও সেখামপুর বিলে মাছ চুরির খবর পেয়ে, উপজেলা প্রশাসন ভোর পাঁচটার দিকে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হয়। যদিও তারা লোকজনকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। প্রশাসন যেদিকে ছিল, সেদিকে না নেমে, লোকজন অন্যদিকে বিলে নেমে পড়েন। কিছু সময় পর, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরে আসেন, কারণ মাছ ধরতে আসা লোকজন তাদের উপর ঢিল ছুড়ে।

এছাড়া, জামালগঞ্জ উপজেলার আয়লা-ছাদাইয়া জলমহালে মঙ্গলবার হাজার হাজার মানুষ মাছ চুরি করে নিয়ে যায়। এই জলমহালের ইজারাদার, স্থানীয় নবীনগর উত্তর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রীতুষ বর্মণ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, তারা সব ঘটনা তদন্ত করছেন।