নর্থ সাউথের মারামারি ঘটনায় ছাত্রদল তদন্ত কমিটি গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ
নর্থ সাউথের মারামারি ঘটনায় ছাত্রদল তদন্ত কমিটি গঠন করেছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে সারজিস আলমের উপস্থিতি নিয়ে ঘটে যাওয়া মারামারির ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদল একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি গঠন করার সিদ্ধান্তটি তখন নেওয়া হয়, যখন ছাত্রদল নেতা-কর্মীদের ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৫ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহইয়া এবং সহসভাপতি জহির রায়হান আহমেদকে নিয়ে দুই সদস্যের এই কমিটি তৈরি করা হয়। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, সারজিস আলম বসুন্ধরা এলাকায় কিছু সময় কাটানোর পর স্লোগান দিয়ে তার দিকে আক্রমণ করা হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি হয়। এর ফলে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মুশতাক তাহমিদ আহত হন, তার পিঠে ধারালো অস্ত্রের আঘাতের পর সেলাই করা হয়।

এ বিষয়ে অভিযুক্তরা, সাবেক ছাত্র ও ছাত্রদল নেতা আহমেদ শাকিল ও তার সহযোগী মাসরুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন মুশতাক।