বাম জোটের দাবি, নারীবিদ্বেষী কর্মকাণ্ড বাড়ছে, কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
বাম জোটের দাবি, নারীবিদ্বেষী কর্মকাণ্ড বাড়ছে, কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, ‘নারীবিদ্বেষী কর্মকাণ্ড বেড়েছে, কিন্তু সরকার এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ তারা আরও উল্লেখ করেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, অপরাধের হ্রাস না হওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়া নিয়ে সরকারের উদাসীনতা চলছে। তাদের মতে, সরকারের উচিত এসব সমস্যার জন্য দায়িত্ব স্বীকার করা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এনে দ্রুত নির্বাচন ঘোষণা করা। এ বিষয়ে তারা আগামী বুধবার সারা দেশে সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছেন।