বার কাউন্সিল ও বিজেএস পরীক্ষার ফি কমানোর দাবিতে জবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
বার কাউন্সিল ও বিজেএস পরীক্ষার ফি কমানোর দাবিতে জবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের শিক্ষার্থীরা বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফি কমানোর এবং বিজেএসে নন-ক্যাডার পদ চালুর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে আইন বিভাগ এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, বার কাউন্সিলের সাড়ে ৪ হাজার টাকা এবং বিজেএস পরীক্ষার ১ হাজার ২০০ টাকা ফি অযৌক্তিক এবং এসব ফি তাদের জন্য আর্থিক চাপ তৈরি করছে। তারা ফি কমিয়ে ২০০ টাকার মধ্যে আনার দাবি জানান। এছাড়া, বিজেএস পরীক্ষায় নন-ক্যাডার পদ চালুরও দাবি জানানো হয়। শিক্ষার্থীরা জানান, ফি কমানো না হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।