মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সেনাপ্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদে ভূষিত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তাকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদক দেওয়া হয়। এ সময়, সেনাপ্রধান জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষীদের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফোসন অসনজ তোয়াদারার সঙ্গে বৈঠক করেন। এছাড়া, সেনাপ্রধান তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে বেসামরিক মানুষের সহায়তার প্রকল্প নিয়ে আলোচনা করেন।
এছাড়া, সেনাপ্রধান শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলো পরিদর্শন করেন এবং তার সফর বাংলাদেশের মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন