ট্রাম্প রাশিয়ার ব্যাংক খাতে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পরিকল্পনা করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ব্যাংক খাতে বড় নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। তিনি বলেছেন, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা অব্যাহত থাকলে এবং যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ট্রাম্প এসব মন্তব্য করেছেন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে।
তিনি আরও বলেন, “যুদ্ধবিরতি এবং শান্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত আমি রাশিয়ার ব্যাংক খাতের ওপর বড় পরিসরে নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি।” দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ইউক্রেন যুদ্ধ থামানোর উদ্যোগ নিয়েছেন ট্রাম্প এবং ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসেছে তার প্রতিনিধিদল। তবে, তিনি এখনও ইউক্রেনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেননি।
গত সপ্তাহে ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তর্কের পর ইউক্রেনকে মার্কিন অস্ত্র সহায়তা স্থগিত করেন। একই সময়ে, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে হোয়াইট হাউস শিথিল করার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আরোপ করেছিল।
আপনার মতামত লিখুন