ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার ঘটনায় বিচার দাবিতে শিক্ষার্থীদের বিবৃতি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১:২৭ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার ঘটনায় বিচার দাবিতে শিক্ষার্থীদের বিবৃতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার ঘটনা নিয়ে তদন্তের দাবি তুলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছেন। গতকাল রাতে থেকে আজ সকাল পর্যন্ত আইন, গণযোগাযোগ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, ইংরেজি, ইসলামের ইতিহাসসহ অন্তত ২০টি বিভাগ এই বিবৃতি দেয়। তাঁরা মোস্তফা আসিফ অর্ণব নামের অভিযুক্তের শাস্তি এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অনেক শিক্ষার্থী অভিযুক্তকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তার চাকরি বাতিলেরও দাবি করেছেন, এবং এই না হলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন।