নারায়ণগঞ্জে ২০ রমজানের মধ্যে বোনাস ও বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে ২০ রমজানের মধ্যে বোনাস ও বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ।

নারায়ণগঞ্জে ২০ রমজানের মধ্যে শ্রমিকদের পূর্ণ ঈদ বোনাস, বকেয়া ও চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। আজ শুক্রবার বেলা ১১:৩০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে শ্রমিক ছাঁটাই, নির্যাতন এবং মিথ্যা মামলা দেওয়া বন্ধ করার দাবি জানানো হয়।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক আবু নাঈম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাঁরা ঈদের আগে বোনাস ও বেতন চেয়ে শ্রমিকদের প্রতি বৈষম্য বন্ধ করার দাবি জানান। অনেক মালিক ঈদের আগে বোনাস না দিয়ে ক্ষুদ্র বকশিশ বা অর্ধেক বোনাস দেয়, যা শ্রমিকদের অধিকার পরিপন্থী। বক্তারা আরো বলেন, শ্রমিকদের পূর্ণ বোনাস এবং বেতন ঈদের কমপক্ষে ১০ দিন আগে পরিশোধ করতে হবে, না হলে শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ তৈরি হতে পারে।