‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি বুদ্ধিবৃত্তিক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, এমনটি জানিয়েছেন সংগঠনটির জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম। আজ শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার এই বিবৃতি প্রকাশিত হয়।

হাসান ইনাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গণ-অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, যেখানে জুলাই ও আগস্ট মাসে বিভিন্ন ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক মতাদর্শের মানুষ একত্রিত হয়েছিল।” তিনি আরো বলেন, “এই প্ল্যাটফর্ম রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে কাজ করবে, যার মূল লক্ষ্য জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং এর আকাঙ্ক্ষা পূরণ করা।”

তিনি জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সংরক্ষণ করবে এবং এটি একটি বুদ্ধিবৃত্তিক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা গণহত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে এবং সার্বজনীন জনমত গঠনে ভূমিকা রাখবে।”