স্নাতকের ফল প্রকাশের পূর্বে নিয়োগ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ
স্নাতকের ফল প্রকাশের পূর্বে নিয়োগ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে এক ব্যক্তিকে স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের আগেই অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। এই কমিটির নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ফরিদ উদ্দিন খান এবং এতে আরও দুই সদস্য থাকবেন। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৮ নভেম্বর, মোমেন খন্দকার অপি নামের একজনকে সহকারী প্রোগ্রামার হিসেবে নিয়োগ দেওয়া হয়, যদিও তাঁর স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফল তখনও প্রকাশিত হয়নি। ১২ ডিসেম্বর ফল প্রকাশের পর তিনি সিজিপিএ ৩.২০ পেয়ে উত্তীর্ণ হন। এ নিয়োগের বিষয়ে গত বুধবার সংবাদ প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ওঠে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো নিয়োগ বাতিল ও নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন আনার দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল করে।