এআই সার্চ ইঞ্জিনের ফলে নিউজ সাইটগুলোর ট্রাফিক ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে।

এআই ভিত্তিক সার্চ ইঞ্জিনের কারণে নিউজ ওয়েবসাইট ও ব্লগগুলোর ট্রাফিক মারাত্মকভাবে কমে যাচ্ছে। গুগল সার্চের তুলনায় ওপেনএআই, পারপ্লেক্সিটি এবং গুগলের এআই সার্চ টুলগুলো থেকে সংবাদমাধ্যম ও ব্লগগুলোর রেফারেল ৯৬ শতাংশ কম পাওয়া যাচ্ছে, যা কনটেন্ট লাইসেন্সিং প্ল্যাটফর্ম টোলবিটের এক নতুন গবেষণায় প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়, এআই কোম্পানিগুলো তাদের মডেল প্রশিক্ষণের জন্য আগের চেয়ে বেশি তথ্য সংগ্রহ করছে, এবং ২০২৪ সালের শেষের দিকে ১৬০টি ওয়েবসাইটের ওপর বিশ্লেষণ করে দেখা গেছে যে, ওপেনএআই, পারপ্লেক্সিটি এবং মেটা প্রায় ২০ লাখবার ওয়েবসাইট ব্যবহার করেছে, যেখানে প্রতিটি ওয়েব পেজ গড়ে সাতবার স্ক্র্যাপ করা হয়েছে। এআই প্রতিষ্ঠানগুলো ওয়েব ক্রলার বা বট ব্যবহার করে ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করে, কিন্তু অনেক সময় এটি ওয়েবসাইট মালিকদের অজ্ঞাত থাকে।
এআই বটের ব্যবহারের কারণে ওয়েবসাইটের সার্ভার খরচ বাড়ছে, এবং এআই সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রকাশকদের কনটেন্টের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। মানুষ সাধারণত একাধিক লিংকে ক্লিক করলেও, এআই ১০-২০টি লিংক বিশ্লেষণ করে উত্তর পায়। ওপেনএআই এবং পারপ্লেক্সিটি এর আগে দাবি করেছিল যে, তাদের এআই সার্চ ইঞ্জিন আরও বেশি ট্রাফিক এনে দেবে, তবে গবেষণার তথ্যে দেখা যাচ্ছে যে, এই সার্চ ইঞ্জিনের কারণে ট্রাফিক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন