খুলনায় শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা ‘বিনা লাভের দোকান’ ব্যাপক সাড়া ফেলেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ণ
খুলনায় শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা ‘বিনা লাভের দোকান’ ব্যাপক সাড়া ফেলেছে।

খুলনায় শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া ‘বিনা লাভের দোকান’ রমজান মাসে সাড়া ফেলেছে। শহরের শিববাড়ী মোড়ে এই দোকানটি সাধারণ মানুষকে পাইকারি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজি সরবরাহ করছে। সুশৃঙ্খলভাবে পরিচালিত এই দোকানে রমজান মাসজুড়ে নিয়মিত পণ্য বিক্রি করা হবে।

তিন রমজান থেকে শুরু হওয়া এই দোকানে বিভিন্ন ধরনের পণ্য যেমন বেগুন, আলু, টমেটো, ছোলা, সয়াবিন তেল ইত্যাদি বিক্রি হচ্ছে অনেক কম দামে, যা স্থানীয় বাজারের তুলনায় ১৫-২০ টাকা কম। দোকানের আয়োজন করেছে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও টাস্কফোর্স টিম। তারা দাবি করেছে, নিজেদের উদ্যোগে চাঁদা তুলে পাইকারি বাজার থেকে পণ্য সংগ্রহ করে, সেই দামেই বিক্রি করা হচ্ছে, কোন অতিরিক্ত লাভ নেওয়া হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ দোকানটি পরিচালনা করছেন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে, এবং প্রতিদিন ৩০০-৪০০ ক্রেতা এসে পণ্য কিনছেন। বিক্রি হয়েছে ৩০ থেকে ৫০ হাজার টাকার পণ্য, এবং তারা আরো বেশি পণ্য সরবরাহ করার পরিকল্পনা করছেন।