খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে প্রধান ফটকের নাম “শহীদ মীর মুগ্ধ তোরণ” রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে প্রধান ফটকের নাম “শহীদ মীর মুগ্ধ তোরণ” রাখার সিদ্ধান্ত নিয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি মৃত্যুর আগে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতাকে পানি সরবরাহ করছিলেন। ‘ভাই, পানি লাগবে পানি’ বলে গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য দেশবাসীকে গভীরভাবে অনুভূত করে। তাঁর স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম রাখা হয়েছে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’। আগামীকাল, রোববার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এই তোরণ উদ্বোধন করবেন।

আগে, ৫ আগস্টের পর, শিক্ষার্থীরা ওই ফটকের সামনে শহীদ মীর মুগ্ধ তোরণের নাম লিখে দাবি তুলেছিলেন। ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার মীর মুগ্ধের স্মরণসভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রশাসন ও শিক্ষার্থীরা তাঁর স্মৃতিচারণ করেন। শিক্ষার্থীরা প্রধান ফটকের নাম শহীদ মীর মুগ্ধ তোরণ রাখার দাবি উত্থাপন করেন, যা ৮ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।