ডিএমপি কমিশনার জানিয়েছেন, বনশ্রীতে একটি ব্যবসায়ীকে গুলি করে ডাকাতি করার ঘটনায় নেতৃত্ব দেন কাউসার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ
ডিএমপি কমিশনার জানিয়েছেন, বনশ্রীতে একটি ব্যবসায়ীকে গুলি করে ডাকাতি করার ঘটনায় নেতৃত্ব দেন কাউসার।

রাজধানীর বনশ্রীতে সোনা ব্যবসায়ীর গুলি করে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই একটি সংঘবদ্ধ দলের সদস্য, যার মধ্যে মো. কাউসার ছিলেন প্রধান অভিযুক্ত। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কাউসার এ ডাকাতির নেতৃত্ব দিয়েছেন। তারা পূর্বে আরেকটি সোনা দোকানে ডাকাতি করেছিল। পুলিশ এই ঘটনায় উদ্ধার করেছে ৪ ভরি সোনা, ২ লাখ ৪৪ হাজার টাকা, একটি রিভলবার এবং একটি মোটরসাইকেল। তবে সোনা ব্যবসায়ী দাবি করেছেন, ডাকাতরা ২০০ ভরি সোনা নিয়ে গেছে।