ঢাবি শিক্ষার্থীরা ধর্ষকের প্রকাশ্য ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্য ফাঁসির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায়, শিক্ষার্থীরা রোকেয়া হলের সামনে থেকে মশাল মিছিল শুরু করে, যা ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবারও রোকেয়া হলের সামনে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দেশের ধর্ষণ পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং ধর্ষকদের শাস্তি, বিশেষ করে ফাঁসি, দ্রুত কার্যকর করতে হবে। তারা মাগুরায় একটি শিশুর ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। শিক্ষার্থীরা আরও বলেন, তারা ধর্ষকদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছেন এবং ভবিষ্যতে এমন কোনো অপরাধীকে ঘুরে বেড়াতে দেখবেন না।
আপনার মতামত লিখুন