সিরিয়ার অভিযানে আলাউইত সম্প্রদায়ের ১৬২ জন নিহত, অস্ত্র ত্যাগের আহ্বান শারারের।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিজ সম্প্রদায় আলাউইতের বিদ্রোহীদের অস্ত্র জমা দেওয়ার এবং আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। দেশটির নতুন শাসকদের ওপর বড় ধরনের হামলার পর তিনি এই আহ্বান জানান। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার সিরীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে আলাউইত সম্প্রদায়ের ১৬২ জন নিহত হয়েছেন। এর আগে, আসাদের অনুগত বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ ঘটে।
শারার এক বক্তব্যে বলেছেন, ‘‘আপনারা সিরীয় জনগণকে আক্রমণ করেছেন এবং বড় অপরাধ করেছেন। প্রতিশোধ নিতে গিয়ে আপনি সেটা সহ্য করতে পারেননি। অস্ত্র জমা দিন এবং আত্মসমর্পণ করুন।’’
সিরিয়ার পশ্চিম উপকূলে সংঘর্ষের পর ২৫০ জনের বেশি লোক নিহত হয়েছে। এখন সিরিয়ার নতুন শাসকদের সামনে একটি বড় চ্যালেঞ্জ হলো দেশজুড়ে নিরাপত্তা স্থাপন। শারা জানিয়েছেন, দেশটিতে আর কোনো অস্ত্র থাকবে না এবং রাষ্ট্রই একমাত্র অস্ত্র ধারণ করবে।
শুক্রবার সিরিয়ার উপকূলীয় অঞ্চলে পাঁচটি পৃথক ঘটনায় ১৬২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লাতাকিয়া, তারতুস ও হোমস শহরে কারফিউ জারি করা হয়েছে।
আপনার মতামত লিখুন