ছাত্রদলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতারা নেতা-কর্মীদের অনুপ্রবেশকারী ও গোপন সংগঠন সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে প্রস্তুত থাকার জন্য তাঁদের নির্দেশনা দিয়েছেন।
রোববার রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে অনুষ্ঠিত এক কর্মিসভায় নেতারা এই সতর্কতা প্রকাশ করেন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুসারে, প্রতিটি ওয়ার্ডে কর্মিসভা আয়োজন করছে, যার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করা হবে এবং বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূঁইয়া, এবং অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। কর্মিসভার সভাপতিত্ব করেন কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল ইসলাম, এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব রবিন বাকাউল।
আপনার মতামত লিখুন