বেক্সিমকো’র ২৪৫ শ্রমিককে প্রথম দিনেই ৮০ লাখ টাকা দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ

বেক্সিমকো শিল্পপার্কের ১৪টি লে-অফ প্রতিষ্ঠানের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ শুরু হয়েছে। রোববার প্রথম দিনে ক্রেসিন্ট এক্সেসরিজ ও ইয়েলো অ্যাপারেলসের ২৪৫ শ্রমিককে প্রায় ৮০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। আগামীকাল সোমবার ১১ হাজার শ্রমিকের বকেয়া পরিশোধ করার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪টি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সরকারের ৫২৫ কোটি টাকার ঋণ দিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধের কাজ চলছে। বেক্সিমকো গ্রুপের এসব শ্রমিকরা কাঁচামালের সংকটে বিক্ষোভ করছিলেন, যার পরিপ্রেক্ষিতে সরকার অর্থ প্রদান করেছে।
আপনার মতামত লিখুন