মাগুরা ঘটনার বিচার এক মাসের মধ্যে শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ
মাগুরা ঘটনার বিচার এক মাসের মধ্যে শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণবিরোধী মঞ্চ থেকে শিক্ষার্থীরা পাঁচটি দাবি উত্থাপন করেছেন। তাঁদের দাবি, মাগুরার শিশুটির ধর্ষণের মামলার বিচার এক মাসের মধ্যে শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আজ রাতে এই পাঁচটি দাবি ঘোষণা করা হয়।

সন্ধ্যা সাড়ে সাতটায় শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে রাত সাড়ে আটটায় মশালমিছিল শুরু করেন। মিছিলের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্য রেপিস্ট’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘ধর্ষকের গদিতে আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি। মিছিলটি বিভিন্ন পথ ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

পাঁচ দফা দাবির মধ্যে প্রথম দুটি ঘোষণা করেন আশরেফা খাতুন। প্রথম দাবিতে মাগুরার শিশুটির মামলার বিচার দ্রুত শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। দ্বিতীয় দাবি, প্রতিটি ধর্ষণ মামলার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা।

পরবর্তী তিনটি দাবি উমামা ফাতেমা ঘোষণা করেন। এসব দাবি হলো—নারী ও শিশুর নিরাপত্তায় দায়ী কর্মকর্তাদের জবাবদিহি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে ‘নারী ও শিশু নিপীড়নবিরোধী সেল’ গঠন, এবং ধর্ষণ ও সাইবার বুলিং সংক্রান্ত আইনের সংশোধন।

উমামা ফাতেমা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘‘আপনারা অপরাধীদের আইন হাতে সোপর্দ করুন এবং তাদের সামাজিকভাবে বর্জন করুন।’’

বিক্ষোভে বক্তারা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেন এবং ধর্ষণবিরোধী মঞ্চ স্থায়ী করার ঘোষণা দেন।