রামপুরা এলাকার ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা প্রদান।

রাজধানীর রামপুরা এলাকায় প্রতিদিন সকালে ও বিকেলে যানজট সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রামপুরার কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছে। আজ রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনায় বলা হয়েছে, ওয়াপদা ফিডার রোড থেকে মালিবাগ রেলক্রসিংগামী যানবাহনগুলো ডানে মোড় নেওয়ার পরিবর্তে বাঁয়ে মোড় নিয়ে সোনালী ব্যাংক ক্রসিং থেকে ইউটার্ন করে মালিবাগ রেলক্রসিংয়ের দিকে যাবে। এছাড়া, ডিআইটি রোডে রামপুরা ব্রিজ থেকে ওয়াপদা ফিডার রোডে গমনকারী যানবাহনগুলো ওয়াপদা ক্রসিংয়ে ডান দিকে না গিয়ে, ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নুরের কাছের নতুন ইউটার্ন ব্যবহার করে ওয়াপদা রোডে প্রবেশ করবে।
এছাড়া, ওয়াপদা ক্রসিংয়ের পূর্ব পাশের ফিডার রোডের (পোস্ট অফিসের গলি) যানবাহনগুলো ডিআইটি রোড হয়ে উত্তর দিকে যেতে চাইলে, ওয়াপদা ক্রসিংয়ে ডান দিকে না গিয়ে, দক্ষিণে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নুরের কাছের নতুন ইউটার্ন ব্যবহার করে রামপুরা ব্রিজের দিকে যাবে।
আপনার মতামত লিখুন