ইসরায়েলি পার্লামেন্টে ক্ষোভ: “ট্রাম্প নেতানিয়াহুর চেয়ে বেশি ইসরায়েলি দেশপ্রেমিক”

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
ইসরায়েলি পার্লামেন্টে ক্ষোভ: “ট্রাম্প নেতানিয়াহুর চেয়ে বেশি ইসরায়েলি দেশপ্রেমিক”

গাজায় বন্দী থাকা এক সেনার ভাই ইয়েহুদা কোহেন ইসরায়েলি পার্লামেন্টের সংবিধান, আইন ও বিচার কমিটিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়েও বেশি ইসরায়েলি দেশপ্রেমিক। তিনি দাবি করেন, ট্রাম্পই সরাসরি হামাসের সঙ্গে কথা বলে জিম্মিদের মুক্ত করার চেষ্টা করছেন, যেখানে ইসরায়েলি সরকার কার্যত নীরব। তিনি বলেন, “আমরা এমন একটি পরিস্থিতিতে পৌঁছেছি যে, আমাদের সরকারের চেয়ে আমেরিকানদের কাছে জিম্মিদের মুক্ত করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

তিনি নেতানিয়াহুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, প্রধানমন্ত্রী ১৭ মার্চ পর্যন্ত শুধু বাজেট বিল এবং তার রাজনৈতিক জোট টিকিয়ে রাখার বিষয়েই ভাবছেন। এর ফলে হয়তো তিনি ফৌজদারি বিচার সত্ত্বেও আরও দুই বছর ক্ষমতায় থাকার সুযোগ পাবেন। আরেক বন্দি নিমরোদের ভাই ইয়োটাম কোহেন বলেন, যদি তিনি জানতেন বর্তমান পরিস্থিতি এমন হবে, তাহলে তার ভাইকে চাকরি শুরু করার আগেই মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে বলতেন, কারণ এতে তার মুক্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যেত।

তিনি অভিযোগ করেন, ইসরায়েলি সরকার জিম্মিদের নিয়ে ততটা যত্নশীল নয়, যতটা আমেরিকা তার নাগরিকদের জন্য কাজ করছে। তিনি পার্লামেন্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই দেশের নাগরিক হওয়ার মূল্য কী? আমি কেন ইসরায়েলি বাহিনীতে অবদান রাখলাম? আমার ভাই কেন অবদান রাখলো? আমার বোন এখনো ইসরায়েলি বাহিনীতে কেন? কিসের জন্য?” তিনি বলেন, একসময় তিনি একজন সেনা অফিসার হিসেবে ইউনিফর্ম পরে গর্ব অনুভব করতেন, কিন্তু এখন ইসরায়েলি নাগরিকত্ব ধারণ করতে লজ্জা বোধ করেন।