এবি ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংস: ২৮ বলে সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিলেও, আবারও তার ব্যাটে জ্বলে উঠেছে আগের মতোই। রোববার (৯ মার্চ) লিজেন্ডস টি-টোয়েন্টি লিগে এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। মাত্র ২৮ বলে ১৫টি ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন এবি ডি ভিলিয়ার্স। তার ইনিংসে কোনও চার ছিল না, শুধুমাত্র ছক্কার সাহায্যে তিনি শতকের মাইলফলক স্পর্শ করেন।
এই বিধ্বংসী ইনিংসের পর তিনি ২৭ বলে ৯৫ রানে ছিলেন এবং পরবর্তীতে একটি বিশাল ছক্কা হাঁকিয়ে শতক পূর্ণ করেন, যা তার স্কোর দাঁড় করায় ১০১ রান। তার স্ট্রাইক রেট ছিল ৩৬০। এবি ডি ভিলিয়ার্সের এই অসাধারণ পারফরম্যান্সে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, “২৮ বলে সেঞ্চুরি করলেন এবি ডি ভিলিয়ার্স, এই মানুষটা কখনও ক্রিকেটে খারাপ হবেন না।” অপর একজন বলছেন, “এবি ডি ভিলিয়ার্স এমন কিছু করছেন যা শুধুমাত্র তিনি করতে পারেন।”
এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি জানুয়ারিতে ক্রিকেট সাংবাদিক মেলিন্ডা ফারেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি আবারও ক্রিকেটে ফিরতে চান, তবে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ নয়, প্রদর্শনী ম্যাচে খেলতে চান।
ডি ভিলিয়ার্সের তাণ্ডবের ফলে তার দল টাইটান্স ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে। বুলস তাদের ১৪ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়, এবং বৃষ্টি আইনে জয় পায় ডি ভিলিয়ার্সের দল।
আপনার মতামত লিখুন