ঐকমত্য কমিশন দ্রুত সময়ের মধ্যে ‘জাতীয় সনদ’ প্রস্তুত করতে চায়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:১২ পূর্বাহ্ণ
ঐকমত্য কমিশন দ্রুত সময়ের মধ্যে ‘জাতীয় সনদ’ প্রস্তুত করতে চায়।

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করতে এবং অল্প সময়ের মধ্যে একটি ‘জাতীয় সনদ’ প্রস্তুত করতে চায়। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি জানান, কমিশন ইতিমধ্যে ৩৪টি রাজনৈতিক দল এবং জোটের কাছ থেকে ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়েছে এবং ১৩ মার্চের মধ্যে তাদের প্রতিক্রিয়া পাওয়ার আশা করছে। মতামত পেলে আলোচনা শুরু হবে, তবে এর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। এ ছাড়া, তারা আশা করেন যে রাজনৈতিক দলগুলো দ্রুত তাদের মতামত জানিয়ে প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নেবে।