কারাগারে মোবাইল ও মাদক প্রবেশের চিত্র, অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার

বিভিন্ন কৌশলে কারাগারের ভেতরে মোবাইল ফোন প্রবেশ করানো হচ্ছে। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পরিচালিত ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ মোবাইল, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে ঢাকার বকশীবাজারে কারা সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক সৈয়দ মোতাহের হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, কারাগারকে মাদক ও মোবাইল মুক্ত করতে গত তিন মাসে শুধু কেরানীগঞ্জ কারাগারেই ২৭৫টি ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক ছোট বাটন ফোন, বিপুল পরিমাণ নগদ অর্থ ও মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর একটি চিঠি প্রকাশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নজরে আসার পর তদন্ত করা হয়েছে। কারাগার কর্তৃপক্ষ তার সঙ্গে কথা বলেছে এবং তিনি আদালতে এসে চিরকুটটি লিখেছেন বলে জানিয়েছেন। পরে প্রিজন ভ্যানে যাওয়ার সময় এটি কোনোভাবে বাইরের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন। তিনি আরও জানান, বন্দিরা এক সপ্তাহ পরপর পরিবারের সদস্য বা আইনজীবীর সঙ্গে ফোনে যোগাযোগের সুযোগ পান।
বর্তমানে কারাগারে ডিভিশনপ্রাপ্ত বন্দির সংখ্যা সম্পর্কে তিনি জানান, ১৫১ জন বন্দি ডিভিশন সুবিধা পাচ্ছেন। এছাড়া সাবেক মন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাসহ ২৪ জন বন্দি এই সুবিধা পাননি। বর্তমানে ৩০ জন ডিভিশন সুবিধাভোগী রয়েছেন, এর মধ্যে সাবেক সংসদ সদস্য ৩৮ জন, সরকারি কর্মকর্তা ৭০ জন এবং অন্যান্য ১৩ জন।
আপনার মতামত লিখুন