নির্বাচন কমিশন ডিসেম্বরের টাইমলাইন অতিক্রম করতে চায় না: সিইসি

সোমবার (১০ মার্চ) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সিইসি এ কথা জানান। এর আগে তিনি ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে একটি বৈঠক করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সিইসি বলেন, “আমরা ডিসেম্বরের সময়সূচি মাথায় রেখেই এগোচ্ছি। আমাদের লক্ষ্য ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হওয়া, এবং এর জন্য অক্টোবর মাসে তফসিল ঘোষণা করতে হবে। আমরা এই টাইমলাইনটি মিস না করতে সঠিক প্রস্তুতি নিচ্ছি।”
একইসাথে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সিইসি বলেন, “প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তখন থেকেই আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি। জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই আসবে।” ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠক সম্পর্কে তিনি বলেন, “তাদের সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতির কথা তাদের জানিয়েছি এবং প্রার্থীদের এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণে সহায়তা চেয়েছি, যা তারা দিতে ইচ্ছুক।”
আপনার মতামত লিখুন