নেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রকে কাঠমান্ডুতে হাজারো মানুষের অভ্যর্থনা ও রাজতন্ত্র ফেরানোর আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ণ

নেপালের কাঠমান্ডুতে সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে বিপুল জনসমাবেশে অভ্যর্থনা জানানো হয়েছে। তারা বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। রোববার জ্ঞানেন্দ্র শাহ পশ্চিম নেপাল ভ্রমণ শেষে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছালে প্রায় ১০ হাজার সমর্থক তাঁকে স্বাগত জানান। সমর্থকরা রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বিক্ষোভ করেন। ২০০১ সালে রাজা বীরেন্দ্রের মৃত্যুর পর জ্ঞানেন্দ্র শাহ রাজা হন এবং ২০০৫ সালে তিনি পুরোপুরি ক্ষমতা দখল করেন। তবে ২০০৬ সালে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং নেপালে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশের রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির কারণে অনেকেই রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলেছেন, তবে বিশেষজ্ঞরা মনে করেন, এটি সম্ভব নয়।
আপনার মতামত লিখুন