প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুযোগ, নির্বাচন কমিশনের ঘোষণা

আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন। সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে প্রক্সি ভোটের সুনির্দিষ্ট প্রক্রিয়া সম্পর্কে নির্বাচন কমিশন এখনো বিস্তারিত কিছু জানায়নি।
এদিন নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সারাহ কুক জানান, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং এজন্য যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং যুক্তরাজ্য বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় পর্যবেক্ষকসহ প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহী।
বৈঠক প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন এবং সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া, পর্যবেক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচন কমিশন কেনাকাটাসহ অন্যান্য প্রস্তুতির বিষয়গুলো তাদের জানিয়েছে। তিনি আরও বলেন, ডিসেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে কমিশন সচেষ্ট রয়েছে।
আপনার মতামত লিখুন