ফলকার টুর্কের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:০৭ পূর্বাহ্ণ
ফলকার টুর্কের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই প্রতিক্রিয়া গণমাধ্যমে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, সেনাবাহিনী মানবাধিকার মূল্যায়ন করে এবং গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দেয়, তবে টুর্কের মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজন রয়েছে। সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক বজায় রাখে এবং যেকোনো বিভ্রান্তি আলোচনার মাধ্যমে সমাধানের আগ্রহী।