বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাজ্য: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১:০৯ অপরাহ্ণ
বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাজ্য: সিইসি

বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নে যুক্তরাজ্য সহায়তা করতে চায়, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি আজ সোমবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং তার দলের সদস্যরা নির্বাচন কমিশনের প্রস্তুতি ও আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতিতে সহায়তা প্রদান করতে ইচ্ছুক বলে জানান।

সিইসি নাসির উদ্দীন জানান, যুক্তরাজ্য হাইকমিশনকে ভোটার নিবন্ধন, রাজনৈতিক দল নিবন্ধন এবং নির্বাচন কমিশনের অন্যান্য প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। তিনি বলেন, নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ প্রক্রিয়া শিগগির শুরু হবে এবং ডিসেম্বরের নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

সিইসি আরো বলেন, নির্বাচনের তফসিল অক্টোবর মাসে ঘোষণা করা হবে, যাতে ডিসেম্বরে নির্বাচনের সময়সূচি মিস না হয়। যুক্তরাজ্য হাইকমিশনার নির্বাচন কমিশনের অগ্রগতির প্রশংসা করেছেন এবং তারা পর্যবেক্ষক ও এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে সহযোগিতা করতে চান।