রাজধানীতে শ্রমিকের মৃত্যুতে সড়ক অবরোধ, যানজটের কারণে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
রাজধানীতে শ্রমিকের মৃত্যুতে সড়ক অবরোধ, যানজটের কারণে ভোগান্তি

রাজধানী বনানীতে মিনিট্রাকের চাপায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর প্রতিবাদে সোমবার সকাল থেকে তাঁর সহকর্মীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা উড়াল সড়কও বন্ধ করে দেয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যা নগরবাসীকে ব্যাপক ভোগান্তিতে ফেলে।

দুর্ঘটনাটি ঘটে সকাল ৬টা ৪১ মিনিটে, বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায়। কলাবাহী মিনিট্রাকের চাপায় নিহত হন ১৯ বছর বয়সী মিনারা, এবং আহত হন সুমাইয়া আক্তার নামের আরও এক পোশাকশ্রমিক। ঘটনার পরপরই শ্রমিকরা সড়ক অবরোধ শুরু করেন এবং এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এই দীর্ঘ যানজটের কারণে অফিসগামী মানুষজন হেঁটে গন্তব্যে রওনা দেন, এবং যাত্রীরা তাদের নির্ধারিত স্থানে পৌঁছাতে সমস্যায় পড়েন। অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

ঘাতক চালক এখনও পলাতক থাকলেও পুলিশ মিনিট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনায় নিহতের পরিবার মামলা করতে আগ্রহী না হলেও আহত সুমাইয়া সুস্থ হলে মামলা করবেন বলে জানিয়েছেন তার পরিবার।