রাষ্ট্রপতির শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথবাক্য পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন—এ মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার (১০ মার্চ) গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়েজী এ রিট করেন। রিটের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক। এ মামলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট দায়েরের পর শহীদুল্লাহ ফরায়েজী বলেন, “আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপতি শপথ নেবেন প্রধান বিচারপতির কাছে, স্পিকারের কাছে নয়।”
ব্যারিস্টার ওমর ফারুক জানান, সংবিধানের মূল বিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পাঠ করানোর নিয়ম ছিল, যা পরবর্তী সময়ে সংশোধন করে স্পিকারের মাধ্যমে শপথ গ্রহণের বিধান যুক্ত করা হয়। রিটে দাবি করা হয়েছে, বিশ্বব্যাপী প্রচলিত সাংবিধানিক রীতি অনুযায়ী রাষ্ট্রপতি যেন প্রধান বিচারপতির কাছ থেকেই শপথ গ্রহণ করেন।
রিটের শুনানি বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন