শাহবাগে ধর্ষণবিরোধী ব্লকেড কর্মসূচি প্রত্যাহার, শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
শাহবাগে ধর্ষণবিরোধী ব্লকেড কর্মসূচি প্রত্যাহার, শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

দেশজুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে ঘোষিত ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছেন ৩০ কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) তারা এ কর্মসূচির পরিবর্তে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা শাহবাগে জাতীয় যাদুঘরের পাশে ফাঁকা রাস্তায় অবস্থান করবেন। সেখানে তারা প্রতিবাদ চালিয়ে যাবেন এবং সড়কেই ইফতার করবেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখে তারা ব্লকেড কর্মসূচি থেকে সরে এসেছেন, তবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বিকল্প পথ বেছে নিয়েছেন।

এর আগে, ‘কণ্ঠে আবার লাগা জোর, ধর্ষকদের কবর খোড়’—এই স্লোগান নিয়ে সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তাদের মূল দাবি হলো—ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি জনসমক্ষে নিশ্চিত করা, ধর্ষণের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং ধর্ষণের ঘটনা ঘটলে দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতার করে যথাযথ তদন্ত ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ ফাঁসি কার্যকর করা।

এই দাবিগুলো বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসসহ আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠাবেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সারা দেশে গণআন্দোলন গড়ে তোলা হবে।

এই কর্মসূচিতে অংশ নেওয়া ৩০টি কলেজের মধ্যে রয়েছে—ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।