হাবীবুল্লাহ বাহার কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল নিজ বাসায় নিহত হয়েছেন।

রোববার (৯ মার্চ) রাতে রাজধানীর উত্তরখানে নিজের বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়ে লেক ভিউ হাসপাতালে ভর্তি হন হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে, সোমবার বিকেলে স্থানীয় হাসপাতাল থেকে তার মরদেহ সুরতহাল শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটি স্পষ্ট একটি হত্যাকাণ্ড। হত্যাকারী বা তাদের উদ্দেশ্য এখনও তদন্তাধীন।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান জানান, স্থানীয় সূত্র থেকে জানা যায়, দুপুরে লেক ভিউ হাসপাতাল থেকে শান্তিনগর এলাকায় অবস্থিত হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপালের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি গত ছয় মাস ধরে উত্তরখান মাজার রোড পুরান পাড়া এলাকায় একটি ফ্ল্যাটে একাই থাকতেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তার বাসায় সম্প্রতি এক ছেলে ও এক মেয়ে অতিথি হয়ে এসেছিলেন, কিন্তু হত্যাকাণ্ডের পর তাদের আর দেখা যায়নি। নিহতের পরিবারের সদস্যরা ও তার স্ত্রী শান্তিনিকেতন এলাকায় থাকেন। পুলিশ এর বিস্তারিত তদন্ত করছে।
আপনার মতামত লিখুন