ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৩:৪০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “৬ সপ্তাহের পর্যালোচনার পর আনুষ্ঠানিকভাবে ৫,২০০টি চুক্তি বাতিল করা হয়েছে, যা কয়েক দশক ধরে বিলিয়ন ডলার খরচ হয়েছিল এবং অনেক ক্ষেত্রে আমেরিকার জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল।” ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ইউএসএআইডি বিশ্বের অন্যতম বৃহৎ সাহায্য প্রদানকারী সংস্থা, যা বিভিন্ন দেশের দরিদ্র জনগণের জন্য সহায়তা প্রদান করে থাকে।
আপনার মতামত লিখুন