ট্রাম্প বলেছেন, “কাল সকালেই আমি একটি নতুন ‘টেসলা’ কিনব।”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
ট্রাম্প বলেছেন, “কাল সকালেই আমি একটি নতুন ‘টেসলা’ কিনব।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি টেসলা কোম্পানির একটি নতুন গাড়ি কিনবেন। টেসলা প্রতিষ্ঠানের মালিক ইলন মাস্কের প্রতি সমর্থন জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্প সোমবার রাতে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “রিপাবলিকান, রক্ষণশীল এবং সমস্ত আমেরিকানদের উদ্দেশ্যে বলছি, ইলন মাস্ক দেশের জন্য অসাধারণ কাজ করছেন, যদিও তিনি টেসলাকে ঝুঁকির মুখে ফেলছেন।” তিনি আরও বলেন, “বামপন্থী উন্মাদরা অবৈধভাবে এবং চক্রান্তের মাধ্যমে টেসলাকে বর্জন করার চেষ্টা করছে। তাই আমি আগামীকাল একটি নতুন মডেলের টেসলা কিনব, কারণ ইলন মাস্ক সত্যিকারের একজন মহান আমেরিকান।”

এছাড়া, গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং পরে ইলন মাস্ককে সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) পরিচালনার দায়িত্ব দেন, যেখানে তিনি সরকারি খরচ কমানোর চেষ্টা করছেন। তবে, এই বিভাগের কার্যক্রম নিয়ে বিতর্ক চলছে এবং এর বিরুদ্ধে বিক্ষোভ ও আইনগত বাধা আসছে, ফলে টেসলাকে বর্জন করার আশঙ্কা রয়েছে।