অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগসংক্রান্ত অনুমোদনপত্র ভুয়া, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগসংক্রান্ত অনুমোদনপত্র ভুয়া, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে আটজনের শপথ সংক্রান্ত অনুমোদনপত্র ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

বুধবার (১২ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি অনুমোদনপত্রের ছবিটি শেয়ার করে লিখেছেন, “ফেইক অ্যান্ড ফেব্রিকেটেড”, অর্থাৎ এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ভুয়া অনুমোদনপত্রটিতে বলা হয়েছিল, আগামী ২১ মার্চ (শুক্রবার) মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান এবং মো. জুলফিকার আজিজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো। এতে আরও উল্লেখ ছিল যে, প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এই অনুমোদনপত্র জারি করেছেন।

তবে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এটি সম্পূর্ণ ভুয়া। সাধারণত মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথের পরই প্রজ্ঞাপন জারি করা হয়, এবং তা রাষ্ট্রপতির আদেশক্রমে হয়ে থাকে। কিন্তু ভুয়া অনুমোদনপত্রটিতে প্রধান উপদেষ্টার আদেশক্রমে বলা হয়েছে, যা নিয়মবহির্ভূত।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতারক চক্র এই ভুয়া নথি তৈরি করে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণকে এমন গুজবে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।