অভিনেত্রী শমী কায়সার জামিন পেয়েছেন।

হত্যাচেষ্টা মামলায় ঢাকার উত্তরা পূর্ব থানায় দায়ের করা অভিযোগে অভিনেত্রী শমী কায়সার জামিন পেয়েছেন। হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী আজ বুধবার রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন। শমী কায়সারের পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ এবং আনিসুল হাসান শুনানি করেন, আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব ও জিসান হায়দার উপস্থিত ছিলেন।
গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল, যা রাষ্ট্রপক্ষ স্থগিত করতে আবেদন করেছিল। ১২ ডিসেম্বর আপিল বিভাগ জামিন স্থগিত করে এবং বিষয়টি পুনরায় শুনানির জন্য নির্ধারণ করা হয়। এরপর হাইকোর্টে জামিন বিষয়ে রায় দেওয়ার পর তিনি জামিন লাভ করেন।
শমী কায়সারের বিরুদ্ধে ২৯ অক্টোবর হত্যাচেষ্টা মামলা দায়ের হয়, এবং ৬ নভেম্বর তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
আপনার মতামত লিখুন